১৯৭৫ সালের ‘সৈনিক-জনতা অভ্যুত্থান’ স্মরণে সোনাগাজীতে ৭নভেম্বর বৃহস্পতিবার পৃথক কর্মসূচীর মাধ্যমে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করেছে উপজেলা বিএনপি ও যুবদল । সকাল ১০টায় সোনাগাজী সরকারি কলেজ রোড থেকে র্যালি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর চত্ত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হন। উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল ইসলাম স্বর্নকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন তারেক জিয়া পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলন, পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক ভিপি দুলাল, সাবেক ছাত্রদল নেতা জাকির হোসেন সুমন ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব নুর আলম সোহাগ প্রমূখ। অপরদিকে বিকালে উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সোনাগাজী পশ্চিম বাজার থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলহেলাল একাডেমির সামনে আলোচনা সভায় মিলিত হন। উপেজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞার সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এবিএম মারুপের পরিচালনায় বক্তব্য রাখেন ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামছুউদ্দিন খোকন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা স্বেচ্চাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আলম ভূঞা, যুগ্মসাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির উদ্দিন মিস্টার ও উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্মআহবায়ক রফিকুল ইসলাম প্রমূখ।
একে/অননিউজ24