"তামাকমুক্ত পরিবেশ, সুস্বাস্থ্যের বাংলাদেশ" প্রতিপাদ্য নিয়ে সোনাগাজীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মঞ্জুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, জোবেদা নাহার মিলি, সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. মিনহাজ উদ্দিন শরীফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান, সাংবাদিক জাবেদ হোসাইন মামুন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তানভীর আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা ফেরদৌসি বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হারাধন চক্রবর্তী ও উপজেলা তথ্য আপা শিউলি আক্তার প্রমুখ।