প্রায় ১৮ মাস পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনে গ্রীণ ল্যান্ড গ্রুপের চেয়ারম্যান ও আমিরাবাদ বি সি লাহা স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল হাইয়ের পক্ষ থেকে সোনাগাজীর ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজার পিস মাস্ক বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে আমিরাবাদ বি সি লাহা স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অধ্যক্ষ জসিম উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক বদরুল মিল্লাতের সঞ্চালনায় মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন। বিশেষ অতিথি ছিলেন নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, শেখ মুজিবল হক উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন ও নবাবপুর রয়েল ইনস্টিটিউট'র অধ্যক্ষ যদু লাল সাহা।
আরো বক্তব্য রাখেন আমিরাবাদ বি সি লাহা স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য মো. রহিম উল্যাহ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ওমর ফারুক রুবেল, নবাবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলুল হক, ইউপি সদস্য আকবর হোসেন বাশু, মো. সেলিম ও নবাবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইস্রাফিল রাজু প্রমুখ।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24