ফেনীর সোনাগাজীতে রোববার সকালে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহিরের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন গ্রীণল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন, আমিরাবাদ বিসি লাহা স্কুল এন্ড কলেজের ভাপরপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম বাদশা, বীর মুক্তিযোদ্ধা কবির আহম্মদ, নবাবপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার হোসেন আহম্মদ, ভোরবাজার নাজিরপুর ইলামিয়া দাখিল মাদরাসার সুপারিন্টেনডেন্ট মাও. আবু তাহের, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সচিব মো. নূরনবী, প্যানেল চেয়ারম্যান মো. সেলিম উদ্দিন, ইউপি সদস্য হারুনুর রশিদ, গিয়াস উদ্দিন সুমন, মো. ফারুক, নজরুল ইসলাম ও সাহাব উদ্দিন প্রমুখ।
উপজেলার সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের নবাবপুর গ্রামের কৃতি সন্তান গ্রীণল্যান্ড গ্রুপের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল হাই ২০২২ সালের ১৮ জানুয়ারি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।
বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন নবাবপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও.মো. নূরনবী।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com