সোনাগাজী, ফেনী প্রতিনিধি।।
ফেনীর সোনাগাজীতে বুধবার সকালে মো. হানিফ খান সাহাব (৬০) নামে এ বৃদ্ধ নিজ ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। আমিরাবদ ইউনিয়নের চরলামছি গ্রামের মুলকুত হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। দুপুরে তার মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, একই বাড়ির প্রতিপক্ষের হামলায় হত-পা ভাঙা অবস্থায় দীর্ঘ ৬ মাসেরও অধিক সময় ধরে বাড়িতে অসুস্থ ছিলেন হানিফ। তার স্ত্রী তাকে বাড়িতে রেখে স্থানীয় বাজারে গেলে গলায় রশি দিয়ে নিজ বসত ঘরের মধ্যবর্তী কক্ষের বাটমের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সকাল সাড়ে দশটার দিকে ঘরে ফিরে স্বামীকে ঝুলন্ত দেখে রশি টান দিলে তার মরদেহ মাটিতে লুটিয়ে পড়ে।
এ ঘটনায় নিহতের স্ত্রী সালেহা বেগম বাদী হয়ে অপমৃত্যু মামলা দায়ের করেছেন। সোনাগাজী মডেল থানার অপমৃত্যু মামলা নং-০৩/৩৩, তাং-১১-১০-২০২৩খ্রিস্টাব্দ।
সোনাগাজী মডেল থানার ওসি মো. হাসান ইমাম নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য; জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ছয় মাস পূর্বে একই বাড়ির প্রতিপক্ষের লোকজন তার ওপর অতর্কিত হামলা করে হাত-পা ভেঙে দিয়েছিল। ওই ঘটনায় আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে।
এফআর/অননিউজ