ফেনীর সোনাগাজীতে বন্যার পানিতে ভেসে আসা বেওয়ারিশ হিসেবে দাফন হওয়া যুবক অ্যাসকেভটর চালক মো. আবদূল্লাহ লিজনের (২৬)। সে চরচান্দিয়া ইউনিয়নের চরচান্দিয়া গ্রামের শেখ আহমদ পাটোয়ারী বাড়ির অজি উল্যাহর ছেলে। তার ভাই আমির হোসেন রাজু জানান, গত গত ২৪ আগস্ট রাত ৮টার দিকে লিজন তার ভাগ্নে মাহমুদুল হাসান সহ জাকি জাল নিয়ে মুহুরী প্রজেক্টে মাছ ধরতে যান। প্রবল স্রোতে সে বড় ফেনী নদীতে তলিয়ে যান তিনি। ২৬ আগস্ট দুপুরে স্থানীয় জনতার সহযোগিতায় তার অর্ধ গলিত লাশ উদ্ধার করে পুলিশ। সন্ধ্যায় নামাজে জানাজা শেষে তাকে বেওয়ারিশ লাশ হিসেবে মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামস্থ দৌলত চৌধুরী দীঘির পাড়ে গণকবরাস্থানে তাকে দাফন করা হয়। পুলিশের ধারণকৃত ছবিতে পরণের জামাকাপড় দেখে তার মা ও ভাই থানায় গিয়ে লিজনের লাশ শনাক্ত করেন। লিজন পেশায় একজন অ্যাসকেভটর চালক ছিলেন। দুই বোন তিন ভাইয়ের মধ্যে লিজন ছিলেন মেঝ। তার বড় ভাই সৌদি আরব প্রবাসী। সৌদি আরব যাওয়ার জন্য পাসপোর্ট বানিয়েছিলেন লিজন। কিন্তু তার আর সৌদি আরব যাওয়া হলনা। সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।