সোনাগাজীতে বেগম রোকেয়া দিবসে পাঁচ নারীকে জয়ীতা সম্মাননা প্রদান

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি।।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” প্রতিপাদ্য নিয়ে ফেনীর সোনাগাজীতে মহিলা অধিদফতরের উদ্যোগে পাঁচ নারীকে জয়ীতা সম্মাননা দেয়া হয়েছে। উপজেলা মহিলা অধিদফতরের কর্মকর্তা নার্গিস আক্তারের সভাপতিত্বে ও স্কাউটস লিডার বেল্লাল উদ্দিনের সঞ্চালনায় সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল-আমিন শেখ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আমিন।

আরো দেখুনঃ