বেগম রোকেয়া দিবসে সোনাগাজীতে মহিলা অধিদফতরের উদ্যোগে পাঁচ নারীকে জয়ীতা সম্মাননা দেয়া হয়েছে। উপজেলা মহিলা অধিদফতরের কর্মকর্তা নার্গিস আক্তারের সভাপতিত্বে ও স্কাউটস কমিশনার বেল্লাল উদ্দিনের সঞ্চালনায় বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএম জহিরুল হায়াত, উপজেলা প্রকৌশলী মো. মনির হোসেন, সহকারি কমিশনার (ভূমি) লিখন বণিক, সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি। শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জন কারী উপজেলার নবাবপুরের সুলতানপুর গ্রামের ডা. ফারহানা আক্তার, একই গ্রামের সফল জননী হিসেবে সাফল্য অর্জনকারী সৈয়দা ফরিদা আক্তার বিলকিস, অর্থনৈতিকভাবে সাফল্য আর্জনকারী সদর ইউনিয়নের সুজাপুর গ্রামের শামীমা আফরোজ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করে সাফল্য অর্জনকারী মঙ্গলকান্দি ইউনিয়নের আনন্দিপুর গ্রামের লক্ষ্মী রানী মজুমদার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখে সাফল্য অর্জনকারী বগাদানা ইউনিয়নের রাশেদা আক্তার কাজল।।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।