সোনাগাজীতে বোমা বিস্ফোরণে যুবকের কবজি উড়ে যাওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার ১
সোনাগাজী, ফেনী প্রতিনিধি।।
ফেনীর সোনাগাজীতে বৃহস্পতিবার রাতে বোমা বিস্ফোরণে এক যুবকের হাতের কবজি উড়ে যাওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে পাঁচজনের নামে মামলা দায়ের করেছেন।
শুক্রবার সকালে সোনাগাজী মডেল থানার এসআই কামাল উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নং-১৪, তাং-১৪-০৭-২০২৩খ্রিস্টাব্দ। মামলার আসামিরা হলেন আবদুল আজিজ, আহত যুবক আবদুল্লাহ আল নোমান ও আজিজের বড় ভাই মোমিনুল হক সহ অজ্ঞাতনামা ২-৩জন। প্রধান আসামি আবদুল আজিজকে পুলিশ গ্রেফতার করেছে। সে বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামের ছমাদ আলী ভূঞা বাড়ির রুহুল আমিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে আবদুল্লাহ আল নোমান বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামের নানার বাড়ি ছমাদ আলী ভূঞা বাড়িতে বেড়াতে যান। বন্ধু আবদুল আজিজের ঘরে বসে ইউটিউব দেখে নোমান রাত আটটার দিকে বোমা তৈরী করছিলেন। এ সময় বিকট শব্দে বিস্ফোরণে নোমানের বাম হাতেরর কবজি উড়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এফআর/অননিউজ