ফেনীর সোনাগাজীতে ঝরা পাতা কুড়ানোর জেরে ভাই-ভাবীর লাঠির আঘাতে নিহত ছোট ভাই ইব্রাহিম খলিল খুনের ঘটনার ১৫দিন পর রোববার রাতে প্রধান আসামি মোশাররফ হোসেন সবুজ (৩৭) কে পুলিশ গ্রেফতার করেছে।
তথ্য প্রযুক্তি ব্যবহার করে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কেরানীর হাটস্থ চট্টগ্রাম ব্রিকফিল্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। সে চরচান্দিয়া ইউনিয়নের পশ্চিম চরচান্দিয়া গ্রামের আরব আলী সারেং বাড়ির মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, বোনের বাগানে ঝরা পাতা কুড়ানোকে কেন্দ্র করে গত ১০মার্চ বিকালে ভাই মোশাররফ হোসেন সবুজ ও তার স্ত্রী সুলতানা আক্তার মিলে ইব্রাহিম খলিল ও তার স্ত্রী নাছিমা আক্তারকে লাঠি দিয়ে পিটিয়ে গুরতর আহত করেন। ইব্রাহীম খলিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ মার্চ বিকালে মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী নাছিমা আক্তার বাদী হয়ে ভাসুর সবুজ ও জা' সুলতানা আক্তারকে আসামি করে গত ১৫ মার্চ হত্যা মামলা দায়ের করেন।
সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে সবুজ ইটভাটায় আত্মগোপন করেছিল।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com