ফেনীর সোনাগাজীতে আলা উদ্দিন নামে এক ভুমিদস্যু ও পল্লী বিদ্যুৎ সমিতির কতিপয় অসাধু কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন হয়রানির শিকার একটি পরিবার। শনিবার সকাল ১১টায় পৌর শহরের মাহবুব মার্কেটের মালিক ও ব্যবসায়ীরা ওই মার্কেটের ভেতরে এ সংবাদ সম্মেলন করেন। তারা অভিযোগ করেন, সোনাগাজী বাজারেের মধ্যবর্তী স্থানে পাকিস্তান আমল থেকে প্রথমে বাড়ি ও ২০০০ সালে মার্কেট নির্মাণ করে ১৭ দশমিক ৮৩ শতক জমিতে ভোগ দখলে রয়েছেন। কিন্তু পৌর শহরের ৭নং ওয়ার্ডের বাসিন্দা আলা উদ্দিন গং অসুধোপায় অবলম্বন করে ৯শতক জমির বিএস খতিয়ান সৃজন করেন। তিনি মার্কেটের মালিকানা দাবি করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের জন্য পল্লী বিদ্যুত অফিসে আবেদন করেন। পল্লী বিদ্যুতের অসাধু কর্মকর্তারা আলা উদ্দিনের যোগসাজসে মার্কেটের ভাড়াটিয়া ব্যব্সায়ীদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাঁয়তারা করছেন। বিষয়টি জানার পর মার্কেটের মালিক পক্ষ রিভিশন মামলা দায়ের করেছেন এবং পল্লী বিদ্যুতের ডিজিএমকে আইনী নোটিস দিয়েছেন। তারা দাবি করেন খরিদ সূত্রে মালিক দখলকার থেকে তারা দীর্ঘ ষাট বছরের অধিক সময় ধরে উক্ত জমিতে বসবাস করে আসছেন ও ২৫ বছর ধরে মার্কেট নির্মাণ করে ব্যবসা করে আসছেন। বিএস খতিয়ানের গেজেটও তাদের নামে প্রচারিত হয়েছে। হঠাৎ করে আলা উদ্দিন নামের ওই ভুমিদস্যু ও তার সহযোগীরা মার্কেটের মালিক ও ভাড়টিয়া ব্যবসায়ীদের হয়রানি করে আসছেন। তারা যদি উক্ত জমিতে মালিক হয়ে থাকেন তাহলে আইনী মোকাবেলার মধ্যমে আসুক। বল প্রয়োগ করে ও অনৈতিকভাবে তাদেরকে হয়রানি থেকে বাঁচতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। এ সময় মার্কেটের মালিক পক্ষ মো. জসিম উদ্দিন, তার মা দেল আফরোজ বেগম,তার ভাইয়ের স্ত্রী ফেরদৌস আরা মুক্তা, মার্কেটের ভাড়াটিয়া ব্যবসায়ী আবদুল্লা আল মামুন ও সাইফুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।