ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি বাজার ব্যাবসায়ী সমিতির নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৮টি পদের বিপরীতে মোট ১৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে মো, রায়হান, সহ-সভাপতি মাহফুজ আলম সুমন, সাধারণ সম্পাদক ইমাম হোসেন সজিব, সহ-সাধারণ সম্পাদক মাইন উদ্দিন, কোষাধ্যক্ষ, শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য মহি উদ্দিন মানিক, নুর নবী ও হাসানুল আরিফ। এছাড়া প্রচার সম্পাদক পদে জেবল হক লিটন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক মির্জা তানিম। নির্বাচন কমিশনের উপদেষ্টা ছিলেন শাহাদাত হোসেন এবং মিজানুর রহমান। নির্বাচনের ফলাফল ঘোষণার সময় মঙ্গলকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হাই মানিক, জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক দাউদুল ইসলাম মিনার চেয়ারম্যান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল ইসলাম, মঙ্গলকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোমিনুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শহীদুল ইসলাম, বর্তমান সদস্য সচিব আবুল মনজুর সবুজ ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
একে/অননিউজ24