সোনাগাজীতে মসজিদের জমি জবর দখলের জন্য প্রতিবাদে মানববন্ধন

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি,

ফেনীর সোনাগাজীতে খিছড়া ফাতেমা রা.জামে মসজিদের ১৩ শতক জমি জবরদখলের প্রতিবাদে ধর্মপ্রাণ মুসল্লী ও এলাকাবাসী রোববার বিকালে মানববন্ধন কর্মসূচি পালন করছে। মতিগঞ্জ ইউনিয়নের খিছড়া ফাতেমা রা.জামে মসজিদের সামনে বিকাল পাঁচটায় তারা এ কর্মসূচি পালন করেন। এসময় বক্তব্য রাখেন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ, সহ-সভাপতি সাইদুর রহমান, ইবনে আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ওবায়দুল হক ভূঞা, আবুল বশর, সমাজ কমিটির সদস্য ওমর ফারুক ও নুরুল আফসার প্রমূখ। এসময় তারা বলেন ত্রিশ বছর পূর্বের উক্ত মসজিদের জমি জবরদখল করে নিয়েছে স্থানীয় ভূমিদস্যুরা। তাদের অভিযোগ স্থানীয় ভূমি দস্যূ সিরাজুল হক, মফিজুল, মামুনুর রশিদ ও আকবর হোসেন এ অপকর্মে লিপ্ত রয়েছেন। গত শুক্রবার ২২ আগস্ট ভূমিদস্যূরা দলবদ্ধ হয়ে উক্ত জমি জবরদখল করে। মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় সমাজপতিরা বাধা দিলে তাদের ওপর হামলা করে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন। মসজিদের জমি পূণরুদ্ধার ও ধর্মপ্রাণ মুসল্লীদের হয়রানি থেকে বাঁচতে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

আই/অননিউজ২৪।।

আরো দেখুনঃ