সোনাগাজীতে মহানবী হযরত মুহাম্মদ সা. কে কুটূক্তি করে ফেসবুকে মন্তব্য, হিন্দু যুবক আটক

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি।।

ফেনীর সোনাগাজীতে মহানবী হযরত মুহাম্মদ সা. কে কুটূক্তি করে ফেসবুকে মন্তব্য করায় নিলয় দাস (৩০) নামে এক হিন্দু যুবককে বুধবার রাত আটক করেছে পুলিশ। সে উপজেলার চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামের টিকেন্দ্র মাস্টার বাড়ির দ্বীনেশ চন্দ্র দাসের ছেলে। পৌর এলাকার ৫নম্বর ওয়ার্ডের তুলাতলী গ্রামের সোনাগাজী হাসপাতাল সংলগ্ন ফুফুর ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, ”ধর্ম যার যার উৎসব সবার, সকলকে গরুর গোস্ত খাওয়ার দাওয়াত” এমন একটি ফেসবুক পোস্টে নিলয় দাস তার ব্যবহৃত ফেসবুকে (Niloy das, নিলয়) মহানবী হযরত মুহাম্মদ সা. নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে একাধিক ব্যক্তি পাল্টা মন্তব্য করলে তাদেরকেও গালমন্দ করে মন্তব্য করেন। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একাধিক ব্যক্তি সোনাগাজী থানার ওসিকে মৌখিক অভিযোগ করলে রাত ১২টা মিনিটে তাকে আটক করা হয়। সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় তাকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনী পদক্ষে গ্রহণ করা হবে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর দাস বলেন, বিষয়টি শুনেছি। সে মহানবী হযরত মুহাম্মদ সা. কে নিয়ে বাজে মন্তব্য করেছে, যা অত্যন্ত নিন্দনীয়। এ বিষয়ে প্রতিবাদ জানানোর ভাষা আমার নেই।

সূএ/আননিউজ২৪

আরো দেখুনঃ