জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সোনাগাজী উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন জাতীয় পার্টির প্রেসিডয়াম মেম্বার, ফেনী-৩ আসনের সাংসদ লে. জেনারেল অব. মাসুদ উদ্দিন চৌধুরী।
মঙ্গলবার দুপুরে মৎস্য অধিদফতরের সোনাগাজী উপজেলা অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক উপ -পরিচালক প্রফেসর সাইফ উদ্দিন আহমেদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এএম জহিরুল হায়াত, উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, জোবেদা নাহার মিলি ও উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24