সোনাগাজীতে মাছ ব্যবসায়ীকে কুপিতে জখম, গ্রেফতার -১

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে একরামুল হোসেন পিয়াস (২৪) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিতে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নূরনবী (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে চরখোন্দকার গ্রামের আবুল খায়েরের ছেলে । সোনাগাজী সদর ইউনিয়নের চরখোন্দকার গ্রামে শুক্রবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও ক্ষতিগ্রস্ত মাছ ব্যবসায়ী জানান, পিয়াস তার মালিকীয় মৎস্য খামারে গেলে পূর্ব শত্রুতার জের ধরে নূরনবী, ডালিম ও আলমাছের নেতৃত্ব ১০-১২জন দুর্বৃত্ত তার ওপর হামলা করে। এসময তাকে কুপিয়ে মারাত্মক আহত করে। ঘটনায় পিয়াস বাদী হয়ে ১২জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। আহত পিয়াস সোনাগাজী সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের আবদুল হইয়ের ছেলে। সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো দেখুনঃ