জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী)।।
ফেনীর সোনাগাজীতে মো. মাসুদ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীর এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শনিবার সকালে সোনাগাজী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস এম অনিক চৌধুরী এ সাজা দেন। সে বগাদানা ইউনিয়নের বড় হালিয়া গ্রামের মৃত মাহমুদুল হকের ছেলে।
ভ্রাম্যান আদালতের বিচারক ও সোনাগাজী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম অনিক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মাসুদ কে গাঁজা সহ হাতে-নাতে আটক করে ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করলে তিনি এ সাজা দেন। তাকে দুপুরে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।