ফেনীর সোনাগাজীতে মো.মাসুদ আলম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
১৯ জানুয়ারি শুক্রবার রাতে চরমজিলশপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের কুঠিরহাট দক্ষিণ বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে চরমজলিশপুর ইউনিয়নের বড় হালিয়া গ্রামের আলী মেম্বার বাড়ির মাহমুদুল হকের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে ৪৫ পিস ইয়াবা, ১০০গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ২ হাজার ৬৪০ টাকাসহ গ্রেফতার করা হয়।
সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, মাসুদ এলাকার চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মারামারি, মাদক, চুরি এবং ডাকাতির ৪টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাকে আদালতের মাধ্যমে শনিবার দুপুরে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এফআর/অননিউজ