ফেনীর সোনাগাজীতে শনিবার দুপুরে শহীদুল ইসলাম প্রান্ত (১৪) নামে এক মাদরাসা ছাত্র আত্মহত্যা করেছেন।
সে উপজেলার চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারি গ্রামের আমিনুল হক মেম্বার বাড়ির ওমান প্রবাসী শাহাব উদ্দিনের ছেলে এবং কারামতিয়া দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র। দুই ভাই এক বোনের মধ্যে প্রান্ত ছিল সবার বড়।
পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, মোবাইলে ফ্রি-ফায়ার গেইম খেলায় মায়ের বকুনি খেয়ে দুপুর দেড়টার দিকে নিজ বসত ঘরের শয়ন কক্ষের বুতের (আড়ার) সঙ্গে গলায় গামছা পেঁছিয়ে সে আত্মহত্যা করে। এ ঘটনায় তার মা পারভিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন। অপমৃত্যু মামলা নং-২/২৫। সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমএফ/অননিউজ