সোনাগাজীতে মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি,

ফেনীর সোনাগাজীতে মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে ২৭ মার্চ বৃহস্পতিবার বিকালে নিউ হারবি কনভেনশন হলে সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিচালক কাজী মিজানুর রহমান মিস্টারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহিম খলিল। প্রধান আলোচক ছিলেন সোনাগাজী মোহাম্মদ ছাবের মডেল সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মো. জয়নুল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটি সোনাগাজী উপজেলা শাখার সিনিয়র সহকারি পরিচালক আবুল বসর কবির আহমেদ, পৌর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ মহসীন ভূঞা, সংস্থার সহকারি পরিচালক মাস্টার আবদুল হক, সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন, বাংলাদেশ অবসর প্রাপ্ত সশস্ত্র বাহিনীর পৌর সভাপতি সার্জেন্ট শেখ ফরিদ ও সাবেক পৌর কাউন্সিলর আবদুল মান্নান।