সোনাগাজীতে মানবাধিকার সংরক্ষণ ও বাস্তবায়নে করণীয় শীর্ষক সেমিনার এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত

সোনাগাজী, ফেনী প্রতিনিধি।।

বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে সোমবার সন্ধ্যায় সোনাগাজীতে মানবাধিকার সংরক্ষণ ও বাস্তবায়নে করণীয় শীর্ষক সেমিনার এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ মো. ওয়ায়েজ।

বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির নির্বাহী পরিচালক কাজী মিজানুর রহমান মিস্টারের সভাপতিত্বে নিউ হারবি কাবাব চাইনিজ এণ্ড কনভেনশন হলে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান এম ইব্রাহীম পাটোয়ারী।

সেমিনার উদ্বোধন ঘোষণা করেন সোনাগাজী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর নিতাই চরণ ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, বিএফ কমার্শিয়াল লিমিটেড’র চেয়ারম্যান কবির আহমদ, সংস্থার কেন্দ্রীয় সহকারি পরিচালক মাস্টার আবদুল হক, ঠিকাদার জাহাঙ্গীর আলম, সাংবাদিক জাবেদ হোসাইন মামুন, সংস্থার উপজেলা শাখার সভাপতি সার্জেন্ট অব. মহি উদ্দিন, মাস্টার আবু ইউছুপ, সংস্থার সহকারি পরিচালক মো. মাঈন উদ্দিন, চরভৈরব হাজী তোফায়েল আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, সংস্থার সহকারি পরিচালক সার্জেন্ট অব. শেখ ফরিদ, সংস্থার ফেনী জেলা রিপোর্টার খুরশিদ আলম ও সাংবাদিক ওবায়দুল হক। ইফতার পূর্ব মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. মেহেদী হাসান রিধন।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ