ফেনীর সোনাগাজীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩২ হাজার মিটার জাল আগুনে পুড়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমান আদালত। উপজেলা মৎস্য অফিস ও পুলিশ জানায়, সোমবার দুপুরে বড় ফেনী নদী ও মুহুরী প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে ১৮টি জাল জব্দ করে আগুনে পুড়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার, সহকারি মৎস্য অফিসার বিজয় কুমার পাল, মেরিন ফিশারিজ অফিসার খায়রুল বাসার ও এএসআই আনোয়ার হোসেন প্রমূখ।
একে/অননিউজ24