ফেনীর সোনাগাজীতে ঝরে পড়া রোধে শিক্ষার্থীদের মাঝে মোবারক আলী চৌধুরী ফাউন্ডেশেনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে মতিগঞ্জ আর.এম.হাট কে উচ্চ বিদ্যালয়ের শিক্ষাণুরাগী সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম রবিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.মঞ্জুরুল হক। মতিগঞ্জ আর.এম.হাট কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ ফরহাদ হোসেন সরকার, মোবারক আলী স্মৃতি ফাউন্ডেশনের সদস্য শওকত আলী চৌধুরী মামুন, আবদুল আলিম আরিফ, মো. সেলিম, মতিগঞ্জ আর.এম. হাট কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিয়ত উল্যাহ, আফছিরেরনেছা মেমোরিয়াল ফাউন্ডেশনের সদস্য নুরুল আমিন খোকন, মাস্টার গোলাম মাওলা এবং নিজাম উদ্দিন প্রমুখ।
মোবারক আলী স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মোকারম আলী চৌধুরী সাহাদ, সদস্য মেজবাহ উদ্দিন রনি ও কামরুল হাসান বলেন শিক্ষার্থীদেরকে স্কুলগামী করতে এবং ঝরে পড়া রোধ করতে মতিগঞ্জ আর.এম. হাট. কে উচ্চ বিদ্যালয় এবং আর. এম. কে সকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।