সোনাগাজীতে যুক্তরাষ্ট্র বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হমালার অভিযোগ

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি,

ফেনীর সোনাগাজীতে আলহাজ্ব সোলাইমান ভূঞা নামে এক বিএনপি নেতার উপর হামলার অভিযোগ ওঠেছে। হামলাকারীরা যুবদলের রাজনীতিতে জড়িত থাকলেও কোন পদপদবীতে নাই। উপজেলার চরদরবেশ ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে (কেরামতিয়া) যাওয়ার পথে বৃহস্পতিবার বিকালে দক্ষিণ চরসাহাভিকারী গ্রামে এ ঘটনা ঘটে। রাতে সোলাইমান ভূঞা বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ও দলীয় সূত্র জানায়, সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সোলাইমান ভুঞা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে যাওয়ার পথে তার গাড়ির গতিরোধ করে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা ১০-১৫জন সন্ত্রাসী তার ওপর হামলা করে। এসম্য তাকে শারীরিকভাবে লাঞ্চিত করে। চোখে থকা চশমা ভাঙচুর এবং পাঞ্জাবি ছিঁড়ে ফেলে। এসময় তার সাথে থাকা কয়েকজন নেতাকর্মীকেও পিটিয়ে আহত করা হয়। সোলাইমান ভূঞা বলেন, বিএনপি কোন সন্ত্রাসী কিংবা ধান্দাবাজের দল নয় বরং বিএনপি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া গণমানুষের দল। ৫ আগষ্টের পর কতিপয় বিপদগামী লোক দলে ঢুকে দলের ভাবমূর্তি নষ্ট করছে।আমি আগামীর বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ নির্মানে একজন আদর্শবান কর্মী হয়ে দলের জন্য দেশের জন্য কাজ করতে চাই। দলের মধ্যে কোন বিভাজন দেখতে চাইনা। সোনাগাজী মডেল থানার ওসি মো.বায়েজীদ আকন লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন।

আরো দেখুনঃ