সোনাগাজীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে আবিদ ইসলাম প্রতীক (২২) নামে এক যুবকের ঝুললন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে বগাদানা ইউনিয়নের গুনক গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

সোমবার রাত দশটার দিকে নিজ বসত ঘরের শয়ন কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, প্রতীক সোমবার সন্ধ্যায় নিজ বসত ঘরের শয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে গামছা বেধে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু বরণ করেন। খবর পেয়ে রাত দশটার দিকে সোনাগাজী মডেল থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করেন।

ফেনী জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে মঙ্গলবার বিকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি মো. সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।

আরো দেখুনঃ