ফেনীর সোনাগাজীতে সাহাব উদ্দিন (৩৮) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে জখম করেছে স্বদলীয়া প্রদিপক্ষের লোকজন। ২৮আগস্ট বৃহস্পতিবার দুপুর একটায় সোনাগাজী সদর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট সড়কের শাহাপুর গ্রামের ডেবার পাড় নামক স্থানে এ ঘটনা ঘটে। সে সোনাপুর গ্রামের মিঝি বাড়ির শহীদুল ইসলামের ছেলে। পুলিশ ও আহতের পরিবার জানায়, সাহাব উদ্দিন মোটর সাইকেল যোগে পাওনাদারকে দিতে ৭৫ হাজার টাকা সঙ্গে নিয়ে মুহুরী প্রজেক্টে যাচ্ছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে শাহাপুর গ্রামের আনোয়ার হোসেন, মো. সোহেল, বেলাল হোসেন, আলমগীর হোসেন ও আরিফের নেতৃত্ব ৮-১০জন দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে তাকে কুপিয়ে জখম করে। এসময় দুর্বৃত্তরা তার ব্যবহৃত মোটর সাইকেল ভাঙচুর করে ত্রিশ হাজার টাকা ক্ষতি করে এবং সাথে থাকা ৭৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় সাহাব উদ্দিন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত নামা ৪-৫জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন। তাকে স্থানীয়রা উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন।
ih