ফেনীর সোনাগাজীতে আধিপাত্য বিস্তার নিয়ে যুবদল-ছাত্রদলের সংঘর্ষে ১১ জন নেতাকর্মী আহত হয়েছে। এ ঘটনায় পাল্টা-পাল্টি দুটি মামুলা দায়ের করা হয়েছে। উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর বাজারে শুক্রবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ, এলাকাবাসী ও দলীয় সূত্র জানা গেছে, এলাকায় আধিপাত্য বিস্তার নিয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুর আলম সোহাগ ও যুবদল নেতা শাহীন গ্রুপের মধ্যে সংঘর্ষে ১১জন আহত হন। আহতরা হলেন-যুবদলকর্মী ফরিদ উদ্দিন, ছাত্রদলকর্মী আসিফ, সাকিব, আকবর হোসেন শিমুল, ফরহাদ, শান্ত, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল সজিব, সহসভাপতি মাঈন উদ্দিন সাধারণ, হাবিব উল্যাহ এবং আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজল হক সোহেল। তবে সংঘর্ষের ঘটনায় পরস্পর পরস্পরের বিরুদ্ধে আ.লীগ নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় ও আধিপাত্যের কথা দুষলেন। সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞা বলেন, শুনেছি ছাত্রদল ও মৎস্যজীবীদলের নেতাকর্মীদের সঙ্গে মারামারি হয়েছে। যুবদলের কেউ জড়িত নাই। যুবদলের কেউ কোন অপকর্মে জড়ালে তাদেরকে জেলা ও কেন্দ্রীয় নেতাদের সাথে পরামর্শ করে বহিস্কার করা হবে। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুর আলম সোহাগ এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।