সোনাগাজীতে যুবদল নেতাকে কুপিয়ে জখম

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি,

ফেনীর সোনাগাজীতে মো. রাসেল (২৮) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে সোনাগাজী সদর ইউনিয়নের পূর্ব সুজাপুর গ্রামের নেতা মিলনের দোকানের সামনে বেড়ি বাঁধের ওপর এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. জাবেদ (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ জানায়, সোনাগাজী সদর ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক, সুজাপুর গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে মো. রাসেল তার মৎস্য খামারে কাজ শেষে বাড়ি ফিররছিলেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা একই গ্রামের সন্ত্রাসী জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন, মো. জাবেদ, মো. জাহেদ ও দুলালের নেতৃত্বে ১০-১৫জন সন্ত্রাসী তার ওপর হামলা করে। হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি কুপিয়ে সন্ত্রাসীরা তাকে মারাত্মক জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় তার মামাতো ভাই যুবদল নেতা মো. সেলিম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৭-৮জনকে আসামি করে মামলা করেছেন। সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজিদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো দেখুনঃ