সোনাগাজী, ফেনী প্রতিনিধি।।
সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য এবং দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা সহ সকল ষড়যন্ত্রের প্রতিবাদে সোনাগাজী উপজেলা যুবলীগের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকালে আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করা হয়েছে।
সোনাপুর হাজী শামছুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে সোনাপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোনাপুর বাজারের জিরোপয়েন্টে শান্তি সমাবেশ করে। আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম উদ্দিন শাহীন মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইয়ূব নবী ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন ফেনী জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র অ্যাড. রফিকুল ইসলাম খোকন, উপজেলা আ.লীগের সহসভাপতি অ্যাড.নাছির উদ্দিন বাহার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহমেদ রিয়াদ আজিজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইকবাল বাহার ফয়সাল, উপজেলা যুবলীগের সভাপতি, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান আজিজুল হক হিরণ, সাধারণ সম্পাদক, চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভূট্টো, আমিরাবাদ ইউনিয়ন আ.লীগের সভাপতি মফিজুর রহমান ভূঞা, সাবেক সাধারণ সম্পাদক শেখ ইসমাইল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান রাসেল ও সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সাইমুন প্রমুখ।
এফআর/অননিউজ