ফেনীর সোনাগাজীতে লাঙ্গলের মিছিলে ছাত্রলীগের দুই নেতার মধ্যে পায়ের ওপর পা পড়ার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগের চার নেতা-কর্মী আহত হয়েছেন। এছাড়াও তাদের বাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে উপজেলার বগাদানা ইউনিয়নের কাজিরহাট বাজার ও আউরারখিল গ্রামে এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন- মো.সৌরভ, মো. শাকিব, মনির হোসেন ও আব্দুল কাদের। জানা গেছে, জাতীয় পার্টির প্রার্থী মাসুদ উদ্দিন চৌধুরীর লাঙ্গল প্রতিকের সমর্থনে বগাদানা ইউনিয়ন আওয়ামীলীগ কেন্দ্রভিত্তিক মিছিলের আয়োজন করেন।
শুক্রবার রাত সাতটার দিকে কাজিরজাট বাজারে মিছিলের সময় স্থানীয় ছাত্রলীগ নেতা সৌরভ ও শাকিব হোসেনের মধ্যে পায়ের ওপর পা পড়া নিয়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
বগাদানা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন, সৌরভ ও শাকিবের মধ্যে উত্তেজনা শুরু হলে ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সুমন ঘটনা মীমাংশার চেষ্টা করেন। এসময় সৌরভ উত্তেজিত হয়ে সাইফুলকে গালিগালাজ করেন। পরে সৌরভ তার দলবল নিয়ে শাকিবের উপর হামলার চেষ্টা চালায়। এ খবরে স্থানীয়রা দলবদ্ধ হয়ে সৌরভ ও তার দলবলকে ধাওয়া দেয়। তারা পালিয়ে আউরারখিল গ্রামের দিকে পালিয়ে যায়। পরে ফের সংগঠিত হয়ে ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আল আমিনের বাড়িতে হামলা চালায়। তারা আল আমিনকে না পেয়ে বসতঘরে ভাঙচুর চালায়।
অভিযোগ অস্বীকার করে সৌরভ জানায়, আমরা কারো উপর হামলা করি নাই।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত ওসি সুদ্বীপ রায় বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বাড়িতে ভাঙচুরের ঘটনা সত্য না।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com