শপথ গ্রহণের তিন দিনের মাথায় ফেনীর সোনাগাজীতে আলা উদ্দিন এস্কান্দার (৪৮) নামে এক ইউপি সদস্য হৃদ ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।
রোববার সন্ধ্যা সাতটায় তিনি ফেনী কার্ডিয়াক হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার পরিবার ও সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উম্মে রুমা জানান, সোনাগাজী সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও চরখোয়াজ গ্রামের বাসিন্দা আলা উদ্দিন এস্কান্দারেরর রোববার বিকালে বুকে ব্যথা উঠলে তাকে ফেনী শহরের কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা সাতটার দিকে সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। গত ২৬ ডিসেম্বর তিনি আট নাম্বার ওয়ার্ড থেকে মেম্বার নির্বাচিত হন। গত ১০ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা এএম জহিরুল হায়াত তাকে সহ নবনির্বাচিত মেম্বারদের শপথ বাক্য পাঠ করান। উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক, পৌরসভার মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন ও উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরণ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।