"সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির" বাংলাদেশ গড়ে তুলি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার সকালে পিএফজি'র আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় ফেনীর সোনাগাজীর ভিডিও কনফারেন্স মিলনায়তনে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
পিএফজি'র সোনাগাজী উপজেলা সমন্বয়ক সাংবাদিক শেখ আবদুল হান্নানের সভাপতিত্বে আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান।বিশেষ অতিথি ছিলেন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. গিয়াস উদ্দিন, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল আলম জহির, আমিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফখর উদ্দিন, উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি সমর দাস, হিন্দু বৌদ্দ, খ্রিস্টান ঐক্য পরিষদের সহ- সভাপতি জত্যিষ বড়ুয়া, বাদশা মিয়া জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম, ইসলামী আন্দলন বাংলাদেশ উপজেলা সেক্রেটারী হাফেজ হিজবুল্লাহ, খেলাফত মজলিস বাংলাদেশ নেতা মুফতি আবদুর রহমান,মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক আবু আহাম্মদ, পিএফজির সদস্য বোরহানউদ্দিন ও ইকবাল হোসেন। শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি'র আয়োজনে আন্তঃধর্মীয় সংলাপে বক্তারা শান্তি, সম্প্রতি বজায় রেখে অহিংস সমাজ গড়ার লক্ষ্যে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেছেন।