ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ১২টি প্রাথমিক বিদ্যালয়, ৬টি মাদ্রসার শিক্ষার্থীদের মাঝে ছাতা, শিক্ষা উপকরন, ক্রীড়া সামগ্রী, করোনা সুরক্ষা সামগ্রী ও স্কুল বেঞ্চ বিতরণ করা হয়েছে। ১৪ মে শনিবার সকালে মতিগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিস সংলগ্ন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিল থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউজ্জামান বাবুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক।
বিশেষ অতিথি ছিলেন মতিগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহফুজ আলম মিয়াজী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার শরীয়ত উল্যাহ, ইউপি সদস্য এসএম ফেরদাউস রাসেল, নুরনবী মিস্টার, সাবেক ইউপি সদস্য আবদুর রহিম খোকন, সাবেক ছাত্রলীগ নেতা ইকরামুল হক সোহেল ও যুবলীগ নেতা আরিফুল ইসলাম সোহাগ।