ফেনীর সোনাগাজীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবদুল ছোবহান (৮০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, শনিবার বিকাল সাড়ে তিনটায় উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চরলক্ষ্মীগঞ্জ দশআনি গ্রামের মৌলভী ওবায়দুল হকের বাড়ির আবদুল ছোবহান একই গ্রামের সাত বছরের এক শিশুকে খিরা খাওয়ার লোভ দেখিয়ে তার মালিকীয় ফসলি জমিতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
শিশুর শৌর চিৎকারে বৃদ্ধ শিশুটিকে ওই ফসলি জমিতে রেখে পালিয়ে যান। এ ঘটনায় শনিবার রাতে শিশুর পিতা বাদী হয়ে বৃদ্ধকে আসামি করে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। শনিবার রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।