সোনাগাজীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা ও পৌর সম্মেলন অনুষ্ঠিত

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি,

বাংলাদেশ জামায়েতে ইসলামির অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন সোনাগাজী উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পৌর মিলনায়তনে উপজেলা সভাপতি সৈয়দ মো. মাঈন উদ্দিনের সভাপতিত্বে ও পৌর সভাপতি মো. আজহারুল ইসলাম এমরানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ডা. ফখরুদ্দিন মানিক। বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা সভাপতি ফারুক আহমেদ ভূঞা, উপজেলা জামায়াতের আমির মাও. মোস্তফা, সেক্রেটারি একে এম বদরুদ্দোজা, পৌর আমির মাও. মো. কালিম উল্যাহ, জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন, জেলা সহসভাপতি আজিজুল করিম ও সেক্রটারী অধ্যাপক এম এ মতিন । বক্তব্য রাখেন জামায়াত নেতা আমিরুল ইসলাম মাসুদ, ওমর ফারুক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সহসভাপতি মোহাম্মদ আলী ফরহাদ, মো. নিজাম উদ্দিন, অ্যাডভোকেট আব্দুর রহিম মামুন, শাহীনুর হোসেন ও আবু আম্মদ প্রমুখ।
সস্মেলনে সৈয়দ মোহাম্মদ মাঈন উদ্দিনকে সভাপতি ও মোহাম্মদ জহিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট উপজেলা এবং আজহারুল ইসলাম এমরানকে সভাপতি করে ও মোহাম্মদ হাসান নোমানকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য পৌর কমিটি ঘোষণা ও নির্বাচিতদেরকে শপথ বাক্য পাঠ করানো হয়।

আরো দেখুনঃ