ফেনীর সোনাগাজীতে সিএনজি অটোরিকশা ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিজাম উদ্দিন (৫০) নামে এক ব্যবসায়ী নিহত, তার স্ত্রী দিলারা বেগম (৪০), মেয়ে নিঝুম আক্তার (১৪) ছেলে আবির হোসেন (১১)ও সিএনজি চালক গুরুতর আহত হয়েছেন।
নিহত নিজাম উদ্দিন সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের দক্ষিন মঙ্গলকান্দি গ্রামের নুরুল হকের ছেলে। রোববার সকাল সাতটায় ফেনী-সোনাগাজী আঞ্চলিক মহাসড়কে পুরাতন রাস্তার মাথা নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, ফেনীগামী সিএনজি অটোরিকশার সঙ্গে সোনাগাজীগামী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে সিএনজি যাত্রী নিজাম উদ্দিন ঘটনাস্থলে নিহত হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে আবস্থা খারাপ হওয়ায় দিলারা বেগম কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। নিহত নিজাম উদ্দিন চট্টগ্রাম কাজির দেওরি এলাকায় মুদি দোকানের ব্যবসা করে।
সোনাগাজী মড়েল থানার ওসি মো.বায়েজীদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com