সোনাগাজী, ফেনী প্রতিনিধি।।
ফেনীর সোনাগাজীতে সমলয় পদ্ধতিতে চাষকৃত ধান কর্তন উদ্বোধন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চরচান্দিয়া ইউনিয়নের পূর্ববড়ধলী গ্রামে বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহিনা আক্তার।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. একরাম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল আমিন শেখের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অভিষেক দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, ধানগবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাঈন উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) অনিক চৌধুরী ও চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন। বক্তব্য রাখেন কৃষক নেতা একরাম উদ্দিন।
পূর্ববড়ধলী গ্রামে প্রথমবার ৫০ একর জমিতে ব্রি ধান-৮৭ সমলয় পদ্ধতিতে চাষকৃত রোপা আমন ধান কম্বাইন হার্ভেস্টার যন্ত্রের মাধ্যমে কর্তন উদ্বোধন করা হয়।
এফআর/অননিউজ