ফেনীর সোনাগাজীতে সম্পত্তি লেখে না দেওয়ায় বৃদ্ধ পিতা-মাতাকে পিটিয়ে আহত করল সাইফুল ইসলাম (২৬) নামে এক বখাটে ছেলে।
রোববার বিকালে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের আশরাফ আলী চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ, এলাকাবাসী ও বৃদ্ধ দম্পতি জানায়, আবদুল ওহাব ও বিবি আয়েশা দম্পতি সাত ছেলে সন্তানের জনক। প্রায় দুই একর জমির মালিক রয়েছেন আবদুল ওহাব। উক্ত সম্পত্তি এককভাবে সাইফুলের নামে দলিল করে দিতে সাইফুল বৃদ্ধ পিতা-মাতকে এর আগে সাতবার কুপিয়ে ও পিটিয়ে নির্মম নির্যাতন করে। এছাড়াও অশালীণ অঙ্গভঙ্গি করে পিতা-মাতার ওপর মানসিক নির্যাতন করে আসছে। রোববার বিকাল তিনটায় একই দাবিতে বৃদ্ধ পিতা-মাতাকে লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় বৃদ্ধ আবদুল ওহাব বাদী হয়ে বখাটে ছেলে সাইফুল ইসলামকে আসামি করে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য; গত ৭ ডিসেম্বর আবদুল ওহাবকে পিটিয়ে আহত করে। ওইদিন তাকে পুলিশ আটক করলে মুছলেকা দিয়ে ছাড়া পায় সাইফুল। সম্পত্তি তার নামে লেখে না দিলে পিতা-মাতাকে একসঙ্গে হত্যার হুমকি দেয় সাইফুল। সাইফুলের অব্যাহত হুমকি আর নির্যাতনে অপরাপর ভাইয়েরা জিম্মি হয়ে পড়েছে। তার ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেননা।
এফআর/অননিউজ