ফেনীর সোনাগাজীতে সরকারি খাল দখল করে মার্কেট নির্মাণের অভিযোগে নূর ইসলাম নামে এক মার্কেট মালিকের পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে সহকারি কমিশনার (ভূমি) লিখন বনিক অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
ভূমি অফিস সূত্রে জানা গেছে, সোনাগাজী পৌর শহরের সোনাগাজী মোহাম্মদ ছাবের মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে নূর ইসলাম মার্কেট নামেে একটি মার্কেট নির্মাণ করেন চরচান্দিয়া ইউনিয়নের চরচান্দিয়া গ্রামের নূর ইসলাম। খবর পেয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বনিক অভিযান চালান। এ সময় তিনি মার্কেট মালিক নূর ইসলামের পাঁচ হাজার টাকা জরিমানা করে মার্কেটের বর্ধিতাংশ ভাঙার নির্দেশ দেন।
সহকারি কমিশনার (ভূমি) লিখন ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ২৪।।