ফেনীর সোনাগাজীতে পারিবারিক কলহের জেরে কাঠ দিয়ে পিটিয়ে আবদুর রহমান (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে অপর সহদোর আজিজুল হক বাসু। তারা দুজনেই পেশায় সিএনজি অটোরিকশা চালক। শুক্রবার দুপুর দেড়টায় উপজেলায় চরচান্দিয়া ইউনিয়নের চরচান্দিয়া গ্রামের মীর আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বিকাল তিনটায় আজিজুল হককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, আবদুর রহমান ও তার অপর সহোদর আজিজুল হকের সঙ্গে গত কয়েক দিন যাবৎ পারিবারিক কলহ চলছিল।
দুপুর দেড়টার দিকে নিজ বাড়িতে আজিজুল হক বাসু একটি কাঠ দিয়ে পিটিয়ে আবদুর রহমান কে পরিকল্পিতভাবে হত্যা করে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com