ফেনীর সোনাগাজীর বিভিন্ন সমস্যা সংকট নিয়ে সোনাগাজী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন তারেক জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক, বিএনপি নেতা আলমগীর হোসেন চৌধুরীর। ঐতিহাসিক ৭নভেম্বর সিপাহী জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভা এলাকার চরগণেষ গ্রামের নিজ বাসভবনে তিনি এ মতবিনিময় সভা করেন। এসময় তিনি বলেন, ভারতীয় বন্যার পানির চাপে মুছাপুর রেগুলেটর নদীতে বিলিন হয়ে গেছে। যার ফলে সোনাগাজী উপজেলার চারদিকে নদী ভাঙন চরম আকার ধারণ করেছে। তাই দ্রুত সময়ের মধ্যে মুছাপুর রেগুলেটর পূণ:নির্মাণ করতে হবে। সোনাগাাজী সরকারি ডিগ্রি কলেজে এইচএসসিতে পাশের হার সর্বনিন্ম পর্যায়ে পৌঁছে গেছে। উন্নতমানের অবকাঠামো থাকা স্বত্ত্বেও পড়ালেখার মান নিন্মমুখী। বিগত ১৭ বছর যাবৎ কিশোর গ্যাংয়ের উৎপাতের কারণে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ছিলনা। শিক্ষকেরাও পাঠদানে মনোযোগি ছিলেন না। এখন সময় এসেছে শিক্ষার মানন্নোয়ন করতে হবে। সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঠিকাদার কাজ রেখে পালিয়ে গেছেন। অথচ সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতি দিন চিকিৎসা নিতে আসা রোগীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। রোগীরা নিয়মিত চিকিৎসা সেবাও পাচ্ছেননা। সব চেয়ে দু:খের বিষয় হচ্ছে সোনাগাজী পৌর শহর দূষিত শহরে পরিণত হয়েছে। এক দিকে যানজট অন্য দিকে ময়লা আবর্জনায় ভরপুর। জনগণ দুর্বিষহ জীবন পার করছেন। এসব সমস্য নিরসন করতে হলে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, ১৭৭৫ সালে ঐতাহাসিক ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব না ঘটলে সেনা কু'র মাধ্যমে দেশে একটি বিভিষিকাময় পরিস্থিতির সৃষ্টি হত। বন্দি দশা থেকে জিয়াউর রহমানের মুক্তির মাধ্যমে তিনি সফল রাষ্ট্রনায়ক হয়েছিলেন। বহুদলীয় গণতন্ত্র ও বাক স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। দিশাহীন জাতিকে আলোর পথ দেখিয়ে তলাবিহীন ঝুড়ি থেকে আধুনিক রাষ্ট্রের রূপ দিয়ে গেছেন। এসময় তিনি বেগম খালেদা জিয়া ও তার পুত্র আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। মতবিনিময় সভায় সোনাগাজী পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক ভিপি দুলাল উপস্থিত ছিলেন।
একে/অননিউজ24