সোনাগাজীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে খেলাফত মজলিস নেতা মুসা, দ্রুত সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দিন

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি,

ফেনীর সোনাগাজীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাও. এনামুল হক মুসা বলেছেন দ্রুত সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দিন। দেশের মানুষ নির্বাচনের জন্য উম্মুখ হয়ে আছেন। এ দেশের আলেম, ওলামা, ছাত্রজনতা ও মুক্তিকামী সর্বস্তরের আন্দোলনের ফসল আজকের অন্তর্বত্তিকালীণ সরকার। শেখ হাসিনা ও তার দোসরেরা এ দেশ থেকে পালিয়ে ভারতে গিযে স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে করছে। তাদের ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে সকল ইসলামি দল এক প্লাটফরমে আসতে হবে। সবাইকে ইস্পাতকঠিন শপথ রিয়ে মাঠে থাকতে হবে। বিশ্বে ইসলামি বিপ্লব শুরু হয়েছে। এই বিপ্লবের চোঁয়ায় বাংলাদেশের ছাত্রজনতা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন। যে দেশে কোন বৈষম্য থাকবেনা। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম দেশপ্রেমের একটি অঙ্গ। ইসলাম ও দেশপ্রেম একে অপরের পরিপূরক। দেশপ্রেম না থাকলে ইসলাম সুসংহত হবেনা। ইসলামি অনুশাসন তথা হযরত মুহাম্মদ সা. আদর্শের ধারক আলেম ওলামারা দেশকে ভালোবেসেই বুকের তাজা রক্ত বিলিয়ে দেন। মোঘল আমল, ব্রিটিশ আমল, দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে বিভাজিত ভারত বর্ষ শাসনে আলেম ওলামাদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। ২৪ এর গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকাও কোন অংশে কম ছিলনা। সাংবাদিক সমাজও জীবনের ঝুঁকি নিয়ে জনমত তৈরী করেছেন। ছাত্রজনতার পক্ষে থেকে থেকে গণঅভ্যুত্থান সফল করেছেন। অভ্যুত্থানের সুফল যেন সমগ্র দেশের মানুষগুলো সমানভাবে ভোগ করতে পারে, সে ব্যপারে সাংবাদিক সমাজ সজাগ থাকতে হবে। মানুষের বাকস্বাধীনতাকে প্রধান্য দিয়ে যেন এ সরকার সফলতা অর্জন করতে পারে, সেজন্য দলগতভাবে বাংলাদেশ খেলাফত মজলিস সরকারকে সহযোগিতা করে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে সোনাগাজীত পৌর শহরের আপ্যায়্রন রেস্টুরেন্টে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সভাপতি মুফতি মাও. আবদুর রহমান, সেক্রেটারী মাও. আবদুলর কাদের গাজী, সহ সেক্রেটারি মাও. ওবায়েদ উল্যাহ, পৌর সভাপতি মাও. ফারুক আনোয়ার, আমিরাবাদ সভাপতি মাও. হেদায়েতুল ইসলাম ও নবাবপুর সেব্রটারি আবদুল আজিজ।

আরো দেখুনঃ