সোনাগাজী, ফেনী প্রতিনিধি।।
ফেনীর সোনাগাজীতে চেক প্রতারণার মামলায় সলিম উল্যাহ রিপন (৪৫) নামে এক বছরের সাজাপ্রাপ্ত ও ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানার দণ্ডে দণ্ডিত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের আবদুল আউয়ালের ছেলে।
সোনাগাজী মডেল থানার ওসি মো. হাসান ইমাম তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এফআর/অননিউজ