ফেনীর সোনাগাজী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই সাজাপ্রাপ্ত আসামী শেখ বাহার (৩৫) ও মো. শাহজাহান (৪৮) কে শুক্রবার রাতে গ্রফতার করে শনিবার দুপুরে কারাগারে পাঠিয়েছে।
তাদেরকে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের সওদাগর হাট ও মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রাম থেকে গ্রেফতার করা হয়। একবছরের সাজাপ্রাপ্ত শেখ বাহার উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের চরচান্দিয়া গ্রামের শফি উল্যাহর ছেলে এবং এক বছরের সাজাপ্রাপ্ত ও পাঁচ লাখ টাকায় জরিমানায় দন্ডিত মো. শাহজাহান মতিগঞ্জ ইউনিয়নের মধ্যম সুলাখালী গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে।
সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, পৃথক দুটি মামলায় সাজাপ্রাপ্ত গ্রেফতারকৃত দুই আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।