ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটনের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে আনুষ্ঠানিক ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে পুলিশের দাবি। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, মুখোশ পরা ৪-৫জন দুর্বৃত্ত লিপটনের ভাইদের সহ যৌথ মালিকানা দ্বিতল ভবনের নীচ তলার হল রুমে পেট্টোল ঢেলে অগ্নিসংযোগ করে। তাৎক্ষণিক স্থানীরা ছুটে এসে আগুন নেভালেও ওই রুমের পর্দার কাপড়, একটি খাট, তোষক, কয়েকটব চেয়ার ও একটি টেবিল পুড়ে প্রায় বিশ হাজার টাকার ক্ষতি হয়। তাৎক্ষণিক খবর পেয়ে সোনাগাজী মডেল ওসি মো. বায়োজিদ আকন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্তের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দায়ের করেননি। তিনি বৈষম্য বিরোধী ছাত্রজনতা হত্যা ও হত্যা চেষ্টার একাধিক মামলায় ভারত কিংবা লণ্ডনে আত্মগোপনে রয়েছেন।
আওয়ামীলীগ সরকারের পতনের ১৩ মাস পর অগ্নিসংযোগের এ ঘটনাটি ঘটায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আগ্নিকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করার দাবি জানিয়েছেন রাজনীতি সচেতন এলাকাবাসী।
ঘটনার পর নিজের ফেসবুক স্ট্যাটাসে লিপটন বিচলিত নয় বলে উল্লেখ করে অগ্নিসংযোগকারীদের ধন্যবাদ জানিয়ে এগিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন। তিনি লেখেছেন প্রিয় ফেনী সোনাগাজী ও নবাবপুরবাসী আমার বাডিতে সন্ত্রাসী বন্ধুদের অগ্নিসংযোগে আমি মোটেও বিচলিত নয়, যেখানে বাংলা এবং বাঙালির তীর্থস্থান ধানমন্ডি -৩২ নাম্বারে আগুন জ্বালিয়ে ভূলডোজার দিয়ে ঘুটিয়ে পুরো বাংলাদেশকে
অগ্নিকুন্ডের ভূতুডে বানিয়ে ফেলা হয়েছে, সেখানে আমার মতো নগন্য একজন মুক্তিযোদ্ধার সন্তানের বাড়ি পুড়িয়ে ফেলা খুবই স্বাভাবিক আমার কাছে, তবে প্রশ্ন কেন প্রায় ১৩ মাস পর এমন পরিকল্পিত অগ্নিসংযোগ, আমি কি গত কয়েক মাসে আওয়ামীলীগ হয়েছি নাকি, অন্য কিছু। আমি বিচার চাইনা, কারন আগে ৩২ ভাঙ্গার বিচার, তার পর এভাবে বাংলার আনাচে কানাচে পড়ে থাকা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থাপনা। ধন্যবাদ তোমাদের এগিয়ে যাও । এ ব্যাপারে জানার জন্য লিপটনের ব্যবহৃত হোয়াইটপ নাম্বারে এাকাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি।
JN