সোনাগাজী, ফেনী প্রতিনিধি।।
ফেনী-৩ (সোনাগাজী -দাগনভূঞা) আসনে সাবেক এমপি হাজী রহিম উল্যাহ ও তার সহধর্মীনী পারভীন আক্তার আ.লীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
শনিবার দুপুরে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা দলীয় তহবিলে জমা দিয়ে দুটি মনোনয়ন পত্র সগ্রহ করেন। এছাড়াও একই আসনে আ.লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র অ্যাড. রফিকুল ইসলাম খোকনও দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
সাবেক সাংসদ হাজী রহিম উল্যাহ বলেন, তারা স্বামী-স্ত্রী দুইজনেই দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তাদের যে কোন একজন দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী।
এফআর/অননিউজ