সোনাগাজীতে সাবেক ছাত্রদল নেতা সহ দুইজনকে কুপিয়ে জখম

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীর তাকিয়া বাজারে পূর্ব শত্রুতার জেরে সাবেক ছাত্রদল নেতা সহ দুইজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহতরা হচ্ছেন বগাদানা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তফা (৫২) ও বিএনপি কর্মী জসিম উদ্দিন (৪৫)। তাকিয়া বাজারের খোকনের চা দোকানে রোববার বিকাল সাড়ে পাঁচটায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে জসিমকে ফেনী জেনারেল হাসপাতাল ও মোস্তফাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ, এলকাবাসী ও আহতদের পরিবার জানায়, মো. মোস্তফা বর্তমানে একজন আবুধাবি প্রবাবসী গত দেড় মাস পূর্বে তিনি দুই মাসের ছুটিতে দেশে ফিরেন। তিনি খোকনের চা দোকানে চা পান করতে গেলে মো. শাকিল, মো. রায়হান, নূরনবী ও মো. ফরিদ সহ পাঁচজন দুর্বৃত্ত মোস্তাফার ওপর অতর্কিত হামলা করে। এসময় কাঁচের গ্লাস ভেঙে তারা মোস্তফার মাথা ও শরীরের বিভিন্থানে কুপিয়ে জখম করে। তার আত্মচিৎকারে বিএনপি কর্মী জসিম উদ্দিন এগিয়ে এলে তাকেও একই কায়দা বুকেও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। এ ঘটনায় মোস্তফার স্ত্রী নুরজাহান বেগম বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মোস্তফা জানান, বিএনপি করার কারণে দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আ.,লীগ সরকারের আমলে বাড়িতে ঢুকতে পারেননি। প্রবাস থেকে দেশে ছুটিতে আসলেও ঢাকা ও ফেনী সহ বিভিন্ন বাসা বাড়িতে পালিয়ে থাকতে হতো। দীর্ঘ ১৭ বছর পর বাড়িতে ফিরে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। তিনি সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার দাবি করেন।

fi

আরো দেখুনঃ