ফেনীর সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সস্পাদক জসিম উদ্দিন (৪৮)কে চা দোকান থেকে তুলে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৯টার দিকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি বোর্ড স্কুলের সামনে এ ঘটনা ঘটে। সে মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমাইল মিয়ার ভাই মোহাম্মদ ইলিয়াছের ছেলে।
পুলিশ, এলাকাবাসী ও আহতের পরিবার জানায়, রাত ৯টার দিকে পালগিরি গ্রামের বাঁশতলা নামক স্থানে ইউছুপের চা দোকানে আড্ডা দিচ্ছিলেন জসিম। এসময় ৭-৮জন মুখোশধারী দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও লাঠিশোঠা নিয়ে তাকে দোকান থেকে তুলে বোর্ড স্কুলের সামনে নিয়ে যায়। সেখানে তাকে কুপিয় ও পিটিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনী ও পুলিশের টহলদল। সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
একে/অননিউজ24