ফেনীর সোনাগাজীতে একটি সিএনজি অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। ৩০ সেপ্টেম্বর সোমবার গভীর রাতে বগাদানা ইউনিয়নের বগাদানা গ্রামের মমতাজ সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত অটেরিকশা মালিক মো. ইছমাইল জানান, তার মালিকীয় সবুজ রংয়ের সিএনজি অটোরিকশাটি প্রতিদিনের ন্যায় বসত ঘরের সামনে রেখে ঘুমিয়ে পড়েন। রাত অনুমান ৩টার দিকে অজ্ঞাত চোর বা চোরের দল গাড়িটি চুরি করে নিয়ে যায়। যার ইঞ্জিন নং-AZZWGJ৯৬৪৬৪, চেসিস নং-MD2AZOGWJ7, ২২৫সিসি। গাড়িটি চুরি হওয়ায় মো. ইছমাইল উদ্বিগ্ন হয়ে র্যাব ও পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় ইছমাইল বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।