রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টি করুন,অন্তর্বর্তী সরকারের প্রতি এ আহবান জানিয়ে বুধবার বিকেলে ফেনীর সোনাগাজী ইসলাময়া কামিল মাদরাসা মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সুজন সোনাগাজী উপজেলা শাখার সভাপতি শেখ আবদুল হান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা সৈয়দ আলম ভূঁইয়া, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক বেলায়েত হোসেন, সাংবাদিক আলমগীর হোসেন, এস এন আবছার সোহাগ ও নুরুল আনোয়ার সোহেল প্রমূখ।আলোচনা সভা শেষে সুজনের কেক কাটেন অতিথিবৃন্দ।
একে/অননিউজ24